নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: আমেরিকা থেকে কোন শিক্ষা বীদ জলপাইগুড়ি তে এই বারপ্রথম এসে ছাত্রীদের ইতিহাস গবেষণা র বিষয়ে প্রশিক্ষণ দিলেন।মঙ্গল কাব্যে কতটা ইতিহাস রয়েছে তা নিয়ে গবেষণা করার কাজ শুরু করলেন তিনি।কলকাতার এশিয়ান সোসোইটি ডাকে তিনি ভারতে এসেছেন।তিনি হলেন পোপেসার ডেভিড curley।আমেরিকার westerm ইউনিভার্সিটি থেকে তিনি এসেছেন।শনিবার জলপাইগুড়ি pd college এ এসেছিলেন ।বাংলার মঙ্গলকাব্য গুলোতে রয়েছে ঐতিহাসিক তথ্য জলপাইগুড়িতে এক সেমিনারে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জনৈক বিদেশি গবেষক স্বনামধন্য মহিলা মহাবিদ্যালয় এক সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে হাজির ছিলেন গবেষক ঐতিহাসিক ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box