মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

জলপাইগুড়ি পৌরসভার ১০ কিম রোড রেস

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি পৌরসভার ব‍্যবস্থাপনায় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হল ১০ কিম রোড রেস। পৌরসভার সামনে থেকে পতাকা ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে রোড রেসের সূচনা হয় । এবার পঞ্চম  তম বর্ষে পড়লো রোড রেস। রোড রেসে ভারতে বর্ষের বিভিন্ন প্রান্তের ১২০০ জন অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পৌরপতি মোহন বোস , জেলা শাসক অভিষেক তেওয়ারী, পুলিশ সুপার অভিষেক মোদী, এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন , উপ পৌরপতি পাপিয়া পাল,  ডিএস এর সচিব কুমার দত্ত সমস্ত কাউন্সিলরগণ সহ ক্রীড়া সংগঠক  ও ক্রীড়া প্রেমীরা সহ শহরের বিশিষ্টজনরা। ভারত বর্ষের পাশাপাশি এই ম্যারাথন দৌড়ে বিদেশের প্রতিয়োগিরা  অংশ গ্রহণ করে । এদিন রোস রেস  পুরসভা ভবনের সামনে থেকে শুরু হয়ে বড় পোষ্ট অফিস মোড়, জুবলি পার্ক, হাসপাতাল রোড, ইন্দিরা কলোনী, শান্তি পাড়া, কদমতলা পোস্ট অফিস মোড় হয়ে আবারও পুরসভা ভবনের এসে শেষ হয়। মোট দশ কিমির ম্যারাথন। প্রথম দশ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার  প্রথম ১ লক্ষ টাকা,  দ্বিতীয় পুরস্কার  ৭৫ হাজার টাকা,  তৃতীয়  ৫০ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪০ হাজার, পঞ্চম পুরস্কার ৩০ হাজার টাকা। প্রথম হয়েছে কেনিয়ার ইলিয়াস মাতু নজাম্বি , দ্বিতীয় হয়েছে শিলং এর তীর্থ পুন , তৃতীয় হয়েছে মহারাষ্ট্রের  রনজিৎ কুমার পাটেল , চতুর্থ হয়েছে ইউপির অভিষেক পাল , পঞ্চম হয়েছে নরেন্দ্র প্রতাপ সিং ।
                                                                                  

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box