শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ ৪১মত বর্ষে শহীদ স্মরণ

SHARE

সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : ১৯৭৯ সালের মরিচ ঝাঁপিতে উদ্বাস্তু বাঙালিদের গণহত্যা কান্ডের ৪১ম বর্ষে শহীদ স্মরণের মাধ্যমে অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ(ABVP) জলপাইগুড়ি নগর ইউনিটের তরফ থেকে শুক্রবার শহীদ দিবস তথা মরিচঝাঁপি দিবস পালন করা হল। এদিন শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে ও ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে উদ্বাস্তু শহীদ বাঙালি হিন্দুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বাম জমানার কলঙ্কিত কালো অধ‍্যায়কে ধিক্কার জানানো হয় শ্লোগান এর মাধ্যমে।উপস্থিত ছিলেন নগর সম্পাদক সুপ্রীতম নাগ , নগর কমিটির সহ সভাপতি রবি শাহ, নগর কমিটির সদস্য দীপাঞ্জন দাস, ABVP AC College Unit President আরাধ‍্যা রাই ও Unit Secretary অভিজিৎ রায় সহ বিভিন্ন কলেজ ইউনিটের কার্যকর্তারা।
                                                                                       

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box