রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আরওয়াইএ ক্লাব পরিচালনায় ৬২ তম ইন্টার ক্লাব (চেয়ারম্যান কাপ) অ্যাথলেটিক্স মিটে সার্বিকভাবে চ্যাম্পিয়ন

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :৬২ তম ইন্টার ক্লাব (চেয়ারম্যান কাপ) অ্যাথলেটিক্স মিটে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হল আরওয়াইএ ক্লাব। রানার্স হয়েছে আরএসএ ক্লাব। অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরএসএ ক্লাব। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরওয়াইএ ক্লাব। মহিলাদের অনূর্ধ্ব ১৪, ১৬, ১৮ ও ২০ বছর সহ প্রতিটি গ্রুপেই চ্যাম্পিয়ন হয়েছে আরওয়াইএ ক্লাবের মেয়েরা। পুরুষদের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরএসএ দল। পুরুষদের অনূর্ধ্ব ১৬ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড দল। শহরতলী নেতাজি সঙ্ঘের পুরুষ খেলোয়াড়েরা অনূর্ধ্ব ২০ বিভাগের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া পুরুষদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আরওয়াইএ দলের খেলোয়াড়েরা। পুরুষদের অনূর্ধ্ব ১৪ বিভাগে সেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছে মিলন সঙ্ঘ ক্লাবের জলসারোজ হোসেন। জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড দলের মিলন রায় অনূর্ধ্ব ১৬ বিভাগে পুরুষদের মধ্যে সেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ বিভাগে সেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছে আরএসএ ক্লাবের সমীর রহমান। মহিলাদের অনূর্ধ্ব ১৪ বিভাগে সেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছে আরওয়াইএ ‌ক্লাবের বৃষ্টি রায় সরকার। একই ক্লাবের মিলি রায় ও শ্যামা মণ্ডল অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ২২টি ক্লাবের মোট ৫১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা হয়েছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে। সহযোগিতায় ছিল জলপাইগুড়ি পুরসভা। চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে শনিবার  ট্রফি তুলে দেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
                                                                                   



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box