নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: দেশে ও রাজ্যে নারীদের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে কেন অপদার্থ প্রশাসন জবাব দাও এই স্লোগানকে সামনে রেখে সোমবার জেলা মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল জলশহরে । মিছিলটি থানামোড়ের জেলা কংগ্রেস কার্যালয় রাজীবভবনের সামনে থেকে শুরু হয়ে প্রভাতমোড়, ডিবিসিরোড হয়ে কদমতলায় শেষ হয়। এরপর মহিলা কংগ্রেসের সদস্যারা শহরের প্রাণকেন্দ্র কদমতলামোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়। জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা মুন্সি বলেন যে সম্প্রতি কেন্দ্রে ও রাজ্যে একের পর এক নারী ধর্ষণ বেড়েই চলছে । নারীদের সুরক্ষার দাবিতে এই দিনের মিছিল এবং অবস্থান বিক্ষোভ । তিনি আরও বলেন যে মহিলারা যাতে রাস্তা দিয়ে নিরাপদে চলাফেরা করতে পারে। এই বিষয়ে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box