নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জলপাইগুড়ি জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় পনেরোটি কাজের শিলান্যাস এবং আটটি কাজের শুভ উদ্ধোধন করা হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার থানামোড়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন । এরপর আনুষ্ঠানিকভাবে ফিতাটেনে প্রকল্প গুলোর উদ্ধোধন করেন এবং শিলান্যাস করেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন চেয়ারম্যান এস.জে.ডি. এ বিজয় চন্দ্র বর্মন, জেলাশাসক অভিষেক তেওয়ারী, জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উওরা বর্মন, পৌরপতি মোহন বোস, এসজডিএর সিইও এস পুলম বলম্ , কাউন্সিলরগণ , বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ অন্যান্যরা।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box