মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

আইএনটিটিইউসি বিক্ষোভ স্মারকলিপি প্রদান

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : ক‍্যাজুয়াল এন্ড কন্ট্রাক্টচুয়াল ডেইলি রেটেড ওয়াকার্স ইউনিয়ন আইএনটিটিইউসি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে মঙ্গলবার  জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।এদিন জেলা হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ মিছিলকে  কেন্দ্র করে উত্তাল হয় গোটা হাসপাতাল চত্বর।  এছাড়াও কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মী‌রা। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হন কর্মীরা।আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জেলার সমস্ত অস্থায়ী কর্মীদের সঠিক বেতন কাঠামো চালু করা। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার বলেন যে  জেলার বিভিন্ন হাসপাতালের অস্থায়ী কর্মীরা ১৫-২০ বছর কাজ করার পরেও মাত্র আট হাজার টাকা বেতন পাচ্ছেন। অথচ বর্তমান বাজার মূল্যে এই টাকায় কোনোভাবেই সংসার চালানো যাচ্ছে না। বলেন, এই মূহুর্তে জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় কুড়ি হাজার অস্থায়ী কর্মী রয়েছেন। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো‌র পর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সদস্যরা সাতদফা  দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। বিষয়‌গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক‌।
                                                                                     



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box