নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা ব্যবসায়ী সমিতি এবং উওরবঙ্গ লোকসংস্কৃতি সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয় হাসপাতালপাড়া স্থিত এসজেডিএর দপ্তরে। এদিনের সভায় সিদ্ধান্ত হয় যে জলপাইগুড়ি জেলার বরেণ্য ব্যাক্তিত্বদের মূৰ্তি স্থাপন করা হবে জলপাইগুড়ির সৌন্দর্যায়ন্নের জন্য। মহাবীর চিলারায়ের মূর্তি , সরোজেন্দ্রদেব রায়কতের মূর্তি স্বাধীন ভারতের সংবিধান রচয়িতাদের উত্তরবঙ্গের সদস্য উপেন্দ্রনাথ বর্মনের মূর্তিও স্থাপন করা হচ্ছে জলপাইগুড়ি শহরে। এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন যে এই ধরনের প্রস্তাবকে আমি স্বাগত জানালাম। এদিনের সভার মধ্যে দিয়ে মূৰ্তি স্থাপনের একটি কমিটি গঠিত হয়েছে। তিনি আরও বলেন যে জলপাইগুড়ি জেলার দেড়শো বছরকে সামনে রেখে এই ধরনের প্রস্তাব শুভ চিন্তার উদয় হয়েছে। এইতিনটি মূৰ্তি তৈরির সমস্ত অর্থব্যয় করবে জেলা ব্যবসায়ী সমিতি । এসজেডিএ-র পক্ষ থেকে এই তিনজন ব্যক্তিত্বের মূর্তি স্থাপনের ভীত এবং ফেনশিং এর কাজ করে দেওয়া হবে। জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতি ও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি সমিতি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করেন এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সাধন বসু, উত্তরবঙ্গ লোকসংস্কৃতি সমিতির পক্ষ থেকে ছিলেন পূর্ণপ্রভা বর্মন সহ শহরের বিশিষ্টজনেরা।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box