নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: এইচআইভি বিষয়ে লোকমাধ্যমে - প্রচারাভিযান জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথ নাটক । বর্ণালী নাট্য গোষ্ঠী ফালাকাটার পাচ জন সদস্য সদস্যরা জলশহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এইচআইভির সম্পর্কে হ্যান্ডবিল এবং নাটকের মাধ্যমে জনসাধারণকে সচেতন করছে। নাটকের নাম সোনা-বৌ। নাট্য গোষ্ঠী সদস্য হেমন্ত বর্মন বলেন এইচআইভির উপর পথ নাটক মঞ্চস্থ করছি শহরের আনাচে কানচে । তিনি আরও বলেন যে এইচআইভি কোনো ছোয়াচে রোগ নয় ।এই বিষয় গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছ দিতেই সচেতনতা বাড়াতেই পথ নাটক।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box