শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

অর্জিত অধিকার রক্ষায় সর্বভারতীয় ধৰ্মঘট

SHARE


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:অর্জিত অধিকার রক্ষায় আগামী  আটই জানুয়ারি সর্বভারতীয় ধৰ্মঘট। সেই ধর্মঘটকে সামনে রেখে কর্মচারী ভবনে শনিবার এয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস আ্যসোসিয়েশনের। আন্তর্জাতিক , জাতীয় এবং রাজ‍্য পরিস্থিতি নিয়ে উপস্থিত জেলা নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করেন বক্তব্যে মধ্যে দিয়ে। এছাড়াও  কর্মচারীদের বিভিন্ন  দাবি দাওয়া নিয়ে সম্মেলনে  আলোচনা হয় । দাবী গুলি বন ও বন‍্যপ্রাণ সংরক্ষণের সঙ্গে যুক্ত ও বনের অভ‍্যন্তরে কাজ করে এমন সকল কর্মচারীদের নিরাপত্তার ও কাজের উপযুক্ত পরিবেশ- পরিকাঠামোর ব‍্যবস্থা নিশ্চিত করা এবং হাতি মানুষের সংঘাত এরাতে স্কোয়াডগুলিকে শক্তিশালী করা । সকলের জন্য সরকারি পরিচয় পত্র দ্রুততার সাথে প্রদান ,  অসম্পূর্ণ ,বিভ্রান্তিকর ও বঞ্চনামূলক পে-কমিশন বাতিল করে বাস্তব ভিত্তিক পে-কমিশন চালু করা এবং কেন্দ্রীয় হারে মহাঘ‍্যভাতা অবিলম্বে প্রদান সহ অন্যান্য দাবিতে এদিনের  সম্মেলনে আলোচনা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ‍্যকো-অডিনশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস,  ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস আ্যসোসিয়েশনের জেলা সভাপতি প্রদীপ কর , সম্পাদক সুশান্ত দত্ত, সাধারণ সম্পাদক  উল্লাস নাথ সহ অন্যান্যরা।
                                                                               



                                                                                 

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box