নিজস্ব সংবাদাতা জলপাইগুড়ি :গোপন সূত্রে গন্ডারের খড়্গ ও পাচারের খবর পেয়ে অভিযানে নেমে উদ্ধার হলো হাতির দাঁত রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গ -অসম সীমানার শ্রীরামপুর থেকে উদ্ধার করে বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাক্স ফোর্স।
হাতির দাঁত সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রবীন্দ্র বসুমাতরি বয়স 56 অসমের চিরাং জেলায়। অপহৃত ব্যক্তি জেম দরজি 65 বাড়ি ভুটানের থিম্পুতে। উদ্ধার হওয়া হাতির দাঁতের অজন 1 কেজি 200 গ্রাম। পাচারের কাজে ব্যবহার করা একটি চার চাকার ছোট গাড়ি ও বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার আসেন উত্তরবঙ্গের সিসিএফ গঙ্গাপ্রসাদ ছেত্রী, ও রাহুল দেব মুখোপাধ্যায় তারা ধৃতদের দীর্ঘক্ষন ধরে জেরা করেন।
হাতির দাঁত সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রবীন্দ্র বসুমাতরি বয়স 56 অসমের চিরাং জেলায়। অপহৃত ব্যক্তি জেম দরজি 65 বাড়ি ভুটানের থিম্পুতে। উদ্ধার হওয়া হাতির দাঁতের অজন 1 কেজি 200 গ্রাম। পাচারের কাজে ব্যবহার করা একটি চার চাকার ছোট গাড়ি ও বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার আসেন উত্তরবঙ্গের সিসিএফ গঙ্গাপ্রসাদ ছেত্রী, ও রাহুল দেব মুখোপাধ্যায় তারা ধৃতদের দীর্ঘক্ষন ধরে জেরা করেন।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box