রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

পঞ্চায়েত কর্মচারী সমিতি জেলা সম্মেলন

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির  দশম জলপাইগুড়ি জেলা সম্মেলন রবিবার  কর্মচারী ভবনে  অনুষ্ঠিত হল । পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সম্মেলনের সূচনা হয়। এছাড়াও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, প্রস্তাব ও দাবী সমূহ নিয়ে আলোচনা হয় । দাবী গুলি বকেয়া 47 শতাংশ ডিএ অবিলম্বে প্রদান, পঞ্চায়েত কর্মচারীদের জন্য ক‍্যাশলেস হেলথ্  স্কীম চালু ,   পঞ্চায়েত সার্ভিস কমিশন গঠন, পে-কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট সংগঠনগুলিকে প্রদান , সংশোধিত বেতন কাঠামোর সঙ্গে  কেন্দ্রীয় হারে  মহাঘ‍্যভাতা অবিলম্বে প্রদান সহ অন্যান্য দাবিতে এদিনের  সম্মেলনে আলোচনা সংগঠিত হয়। উপস্থিত  অরিন্দম চক্রবর্তী, বাণীব্রত সাহা, দিলীপ সেন, মতিয়ার রহমান , তৈহিমুদুল হক  সহ অন্যান্যরা।
                                                                             

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box