সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :স্থানীয় আই .এম .এ. ময়দান হইতে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কেন্দ্রে বিজেপি সরকারের অনৈতিক বিল NRC এবং CAB এর বিরোধিতায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছিল। মিছিল টি আই এম এ ময়দান থেকে বেড়িয়ে সমাজ পাড়া, দিনবাজার, বেগুন টারি, কদমতলা, থানা মোড় হয়ে ফের আই.এম.এ শেষ করে। মিছিল টিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন বোস,প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন ,যুব সভাপতি সৈকত চ্যাটার্জী এই দিনের মিছিলে কয়েক শো তৃণমূল সমর্থকরা এখানে অংশগ্রহণ করেছিলেন।
CAB এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :স্থানীয় আই .এম .এ. ময়দান হইতে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কেন্দ্রে বিজেপি সরকারের অনৈতিক বিল NRC এবং CAB এর বিরোধিতায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছিল। মিছিল টি আই এম এ ময়দান থেকে বেড়িয়ে সমাজ পাড়া, দিনবাজার, বেগুন টারি, কদমতলা, থানা মোড় হয়ে ফের আই.এম.এ শেষ করে। মিছিল টিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন বোস,প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন ,যুব সভাপতি সৈকত চ্যাটার্জী এই দিনের মিছিলে কয়েক শো তৃণমূল সমর্থকরা এখানে অংশগ্রহণ করেছিলেন।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box