সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি:ভারতের কমিউনিসষ পার্টির প্রাপ্তন সম্পাদক গুরুদাস দাশগুপ্ত 31অক্টোবর শেষ নিশাস ত্যাগ করেছেন মৃত্যু কালে তার বয়স হইয়াছিল 83 বছর।তার আত্মার শান্তি জন্য ভারতের কমিউনিস্ট পার্টি আজ নিতাজি সুভাষ কালচারের কমপ্লেক্স এ এক আলোচনা সভা রাখা হয় সেখানে অনেক মানুষ আসেন সেই সবাই অংশ গ্রহন করেন বলে জানায় রোনোগোপাল ভট্টারচার্গ জেলা সম্পাদক জলপাইগুড়ি।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box