সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

প্রসেনজিৎ সাহার সরণ সভা

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:রবিবার পরিবারের তরফে সন্ধ্যায় মহমায়াপাড়া দূগা পুজো কমিটির প্রাঙনে  জলপাইগুড়ি পৌরসভার 16নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সাহার সরণ সভা অনুষ্ঠিত হয়েছিল।গত ২২শে ডিসেম্বর কলকাতায় তিনি মারা যান।এই দিনের সরণ সভায় ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও শহরের বিভিন্ন স্তরের লোকজন এখানে উপস্থিত ছিলেন।ছিলেন তার পরিবারের সকল সদস্যরা ছাড়াও জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি মোহন বোস,পৌর ইন কাউন্সিল সৈকত চ‍্যাটাজী, আইনজীবী তপন চক্রবর্তী, শান্তা চ‍্যাটাজী, সমাজ সেবী উত্তম বোস প্রমুখ রা।এই সভায় প্রয়াত প্রসেনজিৎ সাহার ফটোতে মাল‍্যদানের মধ্যে দিয়ে তাকে সরণ করা হয়।এরপর তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত অতিথি রা ছাড়াও পাড়ার প্রবীণ বাসিন্দারা।
                                                                                         

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box