নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :
বৃহস্পতিবার জেলা বই মেলা কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলনে র আয়োজন করা হয়েছিল জেলা গ্রন্থাগারে।বই মেলাটি জলপাইগুড়ি fdiখেলার মাঠে অনুষ্ঠিত হবে।একশটির বেশি স্টল থাকবে এই জেলা বইমেলাতে।
আগামী 17ই ডিসেম্বর থেকে23শে ডিসেম্বর পযর্ন্ত শুরু হতে চলছে 31তমজেলা বই মেলা ।এবার জলপাইগুড়ির 150তম বছরকে সামনে পুরনো বিভিন্ন ধরনের বইর স্টল
থাকবে বাংলাদেশের কিছু স্টল ও খাবারের স্টল থাকছে ।আর এর সাথে ফ্রী তে চা খাবনোর ব্যাবস্থা রয়েছে বলে জানান।
এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন pddrdc,দেবাশীষচ্যাটাজী, dloসৈকত গোস্বামিজলপাইগুড়ি,বই মেলা কমিটির পরমাশ্যদাতা কৃঞ কুমার কল্যানি,জয়েন কনভেনার সুব্রত রায়,তাপস বাগচী,প্রচার কমিটির কনভেনার গৌরব সাহা,বই মেলা সাংস্কৃতিক কমিটির সভাপতি সুব্রত সুর,প্রমুখ



0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box