সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :রায়কতপাড়া ইয়ং আ্যসোসিয়েশনের বয়স ভিত্তিক বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার রায়কতপাড়া প্রবীর দত্ত ভবন প্রাঙ্গণে। অনুদ্ধ 5 - 8 ও 10বৎসর বয়স ভিত্তিক তিনটি বিভাগে শতাধিক ছাত্র ছাত্রীরা এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ষোলোটি ইভেন্টে প্রতিয়োগিতাটি অনুষ্ঠিত হয়। 50মিটার দৌড়, আলুকুড়োনো , কমলা নিয়ে দৌড়, অঙ্ককষা দৌড় সহ অন্যান্য ইভেন্ট। রায়কতপাড়া ইয়ং আ্যসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সমির কুমার চক্রবর্তী বলেন যে এবছর পঞ্চম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box