নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:অখিল ভারতীয় সাফাই মজদুর কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয় তিন নম্বর ঘুমটি এলাকার একটি ভবনে। এদিনের সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির নেতৃত্বদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা কমিটি গঠিত হয়। জেলা সভাপতি হয়েছে দীপঙ্কর রাউত এবং জেলা সম্পাদক হয়েছে কিষণ রাউত । এছাড়াও পনেরো জনের এক্সিকিউটিভ কমিটি ও পাঁচ জনের অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়। নতুন সভাপতি, সম্পাদক এবং কমিটির সদস্যদের হাতে উপস্থিত রাজ্যকমিটির নেতৃত্বরা সংশয়পত্র তুলে দেন। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সাফাই মজদুর কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির সভাপতি মনোজ রাউত, কার্যকরী সভাপতি গোবর্ধান বাল্মীকি , নর্থবেঙ্গলের সভাপতি সর্জিত বাল্মীকি , ধর্মেন্দ্র বাল্মীকি সহ এক্সিকিউটিভ সদস্যরা। উপস্থিত রাজ্যকমিটির নেতৃত্বরা সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া ও সুযোগ সুবিধার বিষয়ে বক্তব্য রাখেন।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box