শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

প্রাক বড়দিন উৎসব

SHARE

  নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:  জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ এর পক্ষ থেকে প্রাক বড়দিন উৎসব পালন করা হল শনিবার জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে । অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন  জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় , ডক্টর রজত ভট্টাচার্য্য,  জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি  বিশ্বাশ্রয়  সরকার , ডক্টর পি এন সাহা সহ  শহরের বিভিন্ন চার্চের পাদ্রিরা । নাচ গান ঐশ্বরিক বাণীর  মধ্যে দিয়ে এদিনের  অনুষ্ঠান হয় । স্পিকার হিসেবে ছিলেন পাস্টার বিপ্লব সরকার এছাড়াও কলকাতা থেকে আগত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ববি দাস কলকাতার আগাপে চার্চের পাস্টার।
                                                                                  

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box