সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

কোচবিহার রাসমেলা

SHARE

নিজস্ব সংবাদাতা ,কোচবিহার : জমে উঠেছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা।  ‌কোচবিহার রাসমেলা এই বাংলার  শতাব্দী প্রাচীন মেলাগুলির অন‍্যতম এবং জনপ্রিয়। এই মেলা উওরবঙ্গ এবং উওরপূর্ব ভারতের সবথেকে বড়ো মেলা। কথিত রয়েছে যে 1812 সালে অগ্রহায়ন মাসের কার্তিক পূর্ণিমায় রাসযাত্রার দিন সন্ধ্যাবেলা রাজার নতুন গৃহে প্রবেশ উপলক্ষে রাসযাত্রা অনুষ্ঠিত হয়। সেই থেকে রাসমেলার প্রবর্তন । আরও জানা যায় যে 1890 সালে বতর্মান মদনমোহন মন্দির প্রতিষ্ঠাকালে এ মেলার সূত্রপাত। 
                                                                                

কার্তিক মাসের পূর্ণিমায় মদনমোহন মন্দির চত্বরে রাসচক্র ঘুরিয়ে  বতর্মান মেলার উদ্বোধন হয়। কোচবিহার এম জে এন স্টেডিয়াম ও লাগোয়া মাঠে বসেছে মেলা । চলবে পনেরো দিন। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মেলাকে কেন্দ্র করে। সার্কাস, টয়ট্রেন, রকমারি নাগোরদোলা সহ হাজারের বেশি অন‍্যান‍্য বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি মদনমোহন  মন্দির চত্বরে কীর্তন , ভাগবতপাঠ, ধৰ্মীয় যাত্রানুষ্ঠান ।  রাসমেলা উপলক্ষে নিশ্চিদ্র  নিরাপত্তা বন্দোবস্ত করেছে জেলা পুলিশ।
                                                                                         

                                                                                     

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box