রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

মগ টেষ্ট

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষাথীদের জন্য শিবির অনুষ্ঠিত হল।মাধ্যমিক পরীক্ষাথীদের কি ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে পরীক্ষার আয়োজন করল ডুয়ার্স তরাই মূল‍্যায়ন সমিতির সদস্যরা।  এবার ও মাধ্যমিক ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি মগ টেষ্ট এর আয়োজন করেছিলেন।এবার  জলপাইগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই টেষ্ট টি হচ্ছে।জীবন বিঞান,ভৌত বিঞান,ইংরেজি ও অঙ এই চারটি বিষয়ে এই মগ টেষ্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।জলপাইগুড়ি শহর ছাড়াও গ্রাম অঞ্চল থেকেও এই পরীক্ষা দিতে পড়ুয়া আসে।বাংলা মাধ্যম ছাড়াও ইংরেজি মাধ্যম থেকেও ছাত্র ও ছাত্রীরা এখানে অংশগ্রহণ করে।ডুয়ার্স তরাই মূল‍্যায়ন সমিতির সহসম্পাদক সুবির সরকার বলেন প্রায় দুশোজন মাধ্যমিক পরীক্ষাথী এখানে অংশগ্রহণ করে।অভিঞ শিক্ষক ও শিক্ষিকাদের দারা তৈরি এই সব প্রশ্ন।যাতে মাধ্যমিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে তা এখান থেকে ছাত্র ও ছাত্রীরা জানতে পারে ।তার জন্য ই এই ধরনের উদ্যোগ।
                                                                                        



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box