মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

জলপাইগুড়ি কৃষি ভবনে কর্মশালা

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :মশারির মধ্যে কিভাবে ভাইরাস মুক্ত আলুর বীজ উৎপাদন করা যায় এই বিষয়ে এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হল জলপাইগুড়ি কৃষি ভবনে। সহ কৃষি অধিকর্তা প্রশাসন জলপাইগুড়ি সদর মহকুমার উদ্যোগে বিভিন্ন ফার্মাস ক্লাবদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হয়। কৃষি দপ্তর সূত্র জানা গেছে  গতবছর গাজলডোবা, টাকিমারি সহ তিনটি ফার্মাস ক্লাবে এই পদ্ধতিতে বীজ উৎপাদন করা হয়েছিল এবং দেখা গেছে তারা খুব ভালো মানের বীজ তৈরি করেছিল। এবছর আরো পাঁচ টা  ফার্মাস ক্লাবে মশারির মধ্যে ভাইরাস মুক্ত আলুর বীজ উৎপাদন করা হবে। এদিনের কর্মশালায়  উপস্থিত ছিলেন  এডিএ নর্থবেঙ্গল প্রণব জ‍্যোতি পন্ডিত, উপ কৃষি অধিকতা জয়ন্ত পাল, ইন্টারন‍্যাশনাল পটেটো সেন্টারে বিজ্ঞানী ডক্টর মহেন্দ্র সিং কাদিয়ান,  ডিডিএম নাবাড গনেশ চন্দ্র বিশ্বাস সহ কৃষি দপ্তরের আধিকারিকেরা ।
                                                                                    

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box