রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

স্বামী বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তীতে রামকৃষ্ণ মিশন আশ্রমের শোভাযাত্রা

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি জেলা জুড়ে পালন ক‍রা হল স্বামী বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তী । এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হল  জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও । রবিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ। ছিলেন আশ্রমের অন‍্যান‍্য স্বামীজীরাও । এদিন সকালে রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। এদিনের শোভাযাত্রায় এনসিসি , শতাধিক ঢাক,  ব্যান্ড পার্টি,  রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্তরা, সারদা সংঘ , সারদা নারী সংগঠন, রামকৃষ্ণ সারদা মা পাঠচক্রের সদস্যরা , শাশ্বাত ভারত রথ ,  বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি শহরের বিশিষ্টজনেরাও অংশ নেন শোভাযাত্রায় । এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন আশ্রমের স্বামীজীরাও । গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা ।
                                                                                  

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box