বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

সিএবি বিলের বিরুদ্ধে SFI

SHARE
  
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : সিএবি বিলের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় এসএফআই সদর আঞ্চলিক কমিটি মশাল নিয়ে অবরোধ করে ডিবিসি রোড পুড়িয়ে ফেলা হয় সিএবি বিলের প্রতিলিপি। SFI তরফ থেকে শুভম ঠাকুর লোকাল কমিটির সম্পাদক বলেন   ভারতবর্ষের ঐতিহ্য বৈচিত্রের মধ্যে ঐক্য তাকে চুরমার করে দিতে চাইছে বিজেপি আরএসএস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।  50 বছর 100 বছর ধরে যারা ভারতবর্ষে বসবাস করছে আজ তাদেরকে প্রমাণ দিতে হবে তারা ভারতীয় কিনা।  ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে ভারতবর্ষের মানুষ কে।  অথচ দেশের মূল সমস্যা বেকারত্ব মূল্যবৃদ্ধি শিক্ষায় সমস্যা সাধারণ মানুষের সমস্যায় কোন মাথাব্যাথা নেই বিজেপি সরকারের।  উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য অর্ঘ্য সেনগুপ্ত।  লোকাল কমিটির সহ-সম্পাদক অনুভব দে সহ-সভাপতি সৌম্য সরকার জেলা কমিটির অন্যান্য সদস্য সাগরনীল সেনগুপ্ত,  কঙ্কনরায় চৌধুরী    
                                                                               

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box