শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

CAB বাতিলের দাবিতে প্রতিবাদে সিপিআইএম

SHARE


জস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : অসাংবিধানিক  অবৈধ  সাম্প্রদায়িক বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী  বিল (CAB) বাতিলের দাবিতে  প্রতিবাদে জানিয়ে   ধিক্কার মিছিল শুক্রবার  সিপিআইএমের  ময়নাগুড়িতে ।   মিছিলটি ময়নাগুড়ি সিপিএমের  কার্যালয়ের  সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । দলীয় নেতৃত্বরা সহ নেতাকর্মীরা  অংশগ্রহণ করে মিছিলে।
                                                                                   



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box