সংবাদাতা
মৌমিতাদাস সেন ,জলপাইগুড়ি :সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ির মন্ডল ঘাট অঞ্চলের ফান্দাইত পাড়া শাখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কৃষক সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। কৃষকরা ধান তুলছেন কিন্তু এখনও সরকারের প্রতিনিধিদের দেখা নেই ধান কেনার জন্য। সরকার তখনই আসবে যখন ধান ফড়েদের কাছে কৃষক বিক্রি করতে বাধ্য হবে । যেভাবে জিনিসের দাম বাড়ছে আর মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে তাতে সংসার চালাতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না ফলে গ্রামে বেকার সমস্যা দারুণ ভাবে বাড়ছে। গ্রামের সম্প্রতি নষ্ট করছে এন আর সি ,ক্যাব এর মতো আইন । বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে আহ্বান জানান এই সভা । আগামী ৮ই জানুয়ারি সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান হয় এই সভা থেকে। সভার পর পথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ নির্বাচিত হন রমেশ রায় ,যোগেন সেন ,সাইনূর আলম। পথ সভায় বক্তব্য রাখেন বাদল গুহ ,পীযুষ মিশ্র ,কৃষ্ণ সেন প্রদীপ সরকার।

0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box