নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পশ্চিমবঙ্গ গ্রামীণ ভূমি সংস্কার কর্মচারী সমিতির তেতাল্লিশ তম জেলা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার কর্মচারী ভবনে। আন্তর্জাতিক , জাতীয় এবং রাজ্য পরিস্থিতি নিয়ে উপস্থিত জেলা নেতৃত্বরা সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করেন বক্তব্যে মধ্যে দিয়ে। এছাড়াও কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সভায় আলোচনা হয় । দাবী গুলি শূন্য পদে নিয়োগ, জেলার অধিকাংশ আর. আই অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী অবিলম্বে নিয়োগ , ভূমি সহায়ক পদের দুই তৃতীয়াংশ শূণ্য পদ পূরণ , অবিলম্বে ডি.এ প্রদান , নুন্যতম মজুরি একুশ হাজার টাকা এবং নূন্যতম পেনশন দশহাজার টাকা সহ অন্যান্য দাবিতে এদিনের সাধারণ সভায় আলোচনা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ভূমি সংস্কার কর্মচারী সমিতির সভাপতি সাধন সরকার , সম্পাদক প্রনব রঞ্জন দত্ত বিশ্বাস, কোষাধ্যক্ষ অমল দাস রায় সহ সমিতির অন্যান্যরা।


0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box