সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি দিনবাজার ব্রিজের নিচে বোম আতঙ্ক। । শুক্রবার ব্রিজের নিজে লাল আলো জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল। এই ঘটনায় ইতিমধ্যে ব্রিজের ওপর প্রচুর ভিড় জমে যায়। ফলে ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্রিজে বাতি না থাকায় সমস্যা আরো বেশি হয়। এরপর দমকল কর্মীরা ব্রিজের নিচে নেমে দেখেন একটি খেললা থেকে লাল আলোটা জ্বল ছিল । উল্লেখ্য পচ্চিশে ডিসেম্বর ছিলো বড়োদিন। এই বড়দিন কে সামনে রেখে বাজারে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা সান্তা ক্লজ ছোটো ও বড়ো মাপের বিক্রি হয়েছে । স্থানীয় লোকজনেরা জানান যে ছোটো মাপের সান্তা ক্লজের খেলনা কেউ বা কাহারা ব্রিজের নিচে ফেলে দেয় কিংবা পথচলতি কারো হাত থেকে পড়ে যায় ব্রিজের নিচে। সেই পরে যাওয়া সান্তা ক্লজের খেলনা টির থেকেই লাল আলো জ্বলতে দেখে বোম আতঙ্কের সৃষ্টি হয়। এক দমকল কর্মী জানান, সম্ভবত ক্রিসমাসের সময় কেউ সান্তার খেলনাটি ফেলে দিয়েছিল। সেটার থেকেই আলো জ্বল ছিল ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box