সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :ফের অবস্থানে জলপাইগুড়ি বিএস এন এল দপ্তরের অস্থায়ী কর্মীরা। বিএস এনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন আইএনটিটিইউসি পক্ষ থেকে জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে অবস্থান বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। গত নয় মাস থেকে কর্তৃপক্ষ এই কর্মচারীদের বেতন প্রদান করেননি। এই অসহায় অবস্থায় দিন যাপন করছে। যায় জন্য এই আন্দোলন কর্মসূচি গত ছয় সাত দিন আগে কর্তৃপক্ষকে বলেছিলেন তাদের বেতন হয়ে যাবে কিন্তু হয়নি। জলপাইগুড়ি ডিভিশন , মেটেলির কর্মীরা এইআন্দোলনে সামিল হয়েছে। বেতন প্রদান অবিলম্বে করতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলছে বলে সংগঠন তরফে জানিয়েছে। বাধ্য হয়ে আইএনটিসি পক্ষ থেকে এই আন্দোলনে সামিল হয়েছে বলেও তারা জানান ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box