নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA), জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে আজ মেটেলী ব্লকের দীর্ঘদিন ধরে বন্ধ কীলকট চা বাগানের দুঃস্থ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সমিতি প্রণীত টেষ্ট পেপার্স ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তার সঙ্গে সঙ্গে পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়েও আলোচনা উপস্থিত ৫৫ জন পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের অিনয়শিল্পীদের অভিভাববৃন্দ ও সামিল হায়েছিলেন। এই অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। এছাড়াও বক্তব্য রাখেন মাল মহকুমা শাখার সম্পাদক অজয় রায় ও সভাপতি চিত্তরঞ্জন ভৌমিক। সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য ঝুনা বরাইক। উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় পরিষদের সদস্য তরুণ পাল, জেলা শাখার সহসম্পাদক দেবাশীষ চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুব্রত চক্রবর্তী, সদর মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার, জেলা শাখার সদস্য অর্চিতা সিহি, দুলাল ঘোষ, সমিতির বরিষ্ঠ নেতৃত্ব দিলীপ দে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box