রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

পায়ে হাঁটার বার্তা

SHARE

সংবাদাতা পিনাকী শীল ,জলপাইগুড়ি : হাঁটালে শরীর যেমন সুস্থ থাকবে তেমনি সারা দিনটাও ভাল যাবে। যুব সমাজ ও সকলকে সুস্থ থাকতে সকালে ওঠে পায়ে হাঁটার বার্তা দিতে এক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করল জলপাইগুড়ি লাইন্স ক্লাব অফ জেনেসিস ৷ রবিবার শহরের সোনা উল্লা হাই স্কুল থেকে পায়ে হাঁটা কর্মসুচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারোয়ারী যুব মঞ্চের সদস্য সদস্যরা, বিভিন্ন কলেজ ও স্কুলের পড়ুয়া, সেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভ্যালি , আনন্দ চন্দ্র কলেজের এন সি সি সদস্য সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। পতাকা দেখিয়ে হাঁটার কর্মসূচিটি উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান মোহন বসু । উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সন্দীপ মাহাতো , প্রেসিডেন্ট অমিত আগাওয়াল , সম্পাদক শিভম আগওয়াল , হিসাব রক্ষক শিল্পী আগওয়াল সহ অন্যান্যরা । সোনা উল্লা হাই স্কুল থেকে হাঁটা শুরু হয়। এরপর বেগুনটারি, থানা মোড় হয়ে ফনীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে সমাপ্ত হয়। সকলের মাথায় সচেতনা বার্তা টুপি ছিল। 
                                                                                 


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box