সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

দামিনি দিবস

SHARE

নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি :ষোলই ডিসেম্বর দামিনি দিবস উৎযাপন  উপলক্ষে সোমবার সন্ধ্যায়  শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। আয়োজক jalpaiguri SocioCultural Forum । নারীর মর্যাদা ও উন্নত সংস্কৃতি রক্ষার্থে দামিনি দিবস উদযাপন। ফোরামের সদস্য এবং সদস্যরা বলেন নারীদের মর্যাদা আজ লুন্ঠিত হচ্ছে। অবাধে চলছে  ধর্ষণের মতো নোংরামি।  নারীরা আজও নিরাপত্তা হীনতায় ভুক্তভোগী।
                                                                                    



SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box