সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

জেলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

SHARE

সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি :মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন  গুজরাট তখন  জ্বলেছে , আজ মোদী দেশের প্রধানমন্ত্রী আজ দেশ জ্বলছে,  সর্বধর্মের সম্প্রীতি বজায় রাখুন ,গণআন্দোলনে সামিল হোন এন আরসি ও সিএবিল এর প্রতিবাদে সোমবার শহরের সমাজপাড়া মোড়ে  অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের । উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোয়াডিনেটর চন্দন ভৌমিক, সোমনাথ পাল, সন্দীপ মাহাতো , প্রসেনজিৎ দেব, মিঠু মোহন্ত, তপন ব‍্যানাজি,  হীরেন চন্দ্র রায়, বিবেকানন্দ অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা।
                                                                               


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box