নিজস্ব সাংদাতা ,জলপাইগুড়িঃঃ নবমির দিন বিজপুরে গুলি করে পালিয়ে গিয়েছিল পিন্টু শর্মা। অবশেষে মোবাইলের সুত্র ধরে গ্রেপ্তার পিন্টু।পিন্টু জানান বন্ধুদের সাথে বসেছিলাম আমরা। সেখানেই ঝামেলার দরুন রাজু হঠাৎই মেশিন বের করে।এরপরে গুলি চলে যায় বলে জানান পিন্টু।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ জানান বীজপুর ভূতবাগান এলাকায় রাজু কুর্মি (৩৫) নামে এক যুবককে নবমীর দিন গুলি করে খুন করা হয়েছিল। পিন্টুকে গুজরাট সহ সমস্ত জায়গায় খোজা হয় কিন্তু পিন্টুর হদিস পাওয়া যায় না।অবশেষে কোতয়ালির আইসি বিশ্বাশ্রয় সরকারের সাহায্য নিয়ে জলপাইগুড়ির হাসপাতালপাড়া থেকে গ্রেপ্তার করা হয় পিন্টুকে। পিন্টু ও রাজু দুজনেই এলাকা দখল নিয়ে ঝামেলা ছিল। সেই থেকেই গন্ডগোল থেকেই খুন। এদিকে জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অভিষেক মোদী জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় এক খুনের ঘটনায় পিন্টু অনেক দিন থেকেই পলাতক ছিল।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমাদের সাহায্য চেয়েছিল আমরা তাই পিন্টুকে ধরে র্যারাকপুর পুলিশের হাতে তুলে দিয়েছি।
রাজু কুর্মি খুনিকে গ্রেপ্তার
নিজস্ব সাংদাতা ,জলপাইগুড়িঃঃ নবমির দিন বিজপুরে গুলি করে পালিয়ে গিয়েছিল পিন্টু শর্মা। অবশেষে মোবাইলের সুত্র ধরে গ্রেপ্তার পিন্টু।পিন্টু জানান বন্ধুদের সাথে বসেছিলাম আমরা। সেখানেই ঝামেলার দরুন রাজু হঠাৎই মেশিন বের করে।এরপরে গুলি চলে যায় বলে জানান পিন্টু।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ জানান বীজপুর ভূতবাগান এলাকায় রাজু কুর্মি (৩৫) নামে এক যুবককে নবমীর দিন গুলি করে খুন করা হয়েছিল। পিন্টুকে গুজরাট সহ সমস্ত জায়গায় খোজা হয় কিন্তু পিন্টুর হদিস পাওয়া যায় না।অবশেষে কোতয়ালির আইসি বিশ্বাশ্রয় সরকারের সাহায্য নিয়ে জলপাইগুড়ির হাসপাতালপাড়া থেকে গ্রেপ্তার করা হয় পিন্টুকে। পিন্টু ও রাজু দুজনেই এলাকা দখল নিয়ে ঝামেলা ছিল। সেই থেকেই গন্ডগোল থেকেই খুন। এদিকে জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অভিষেক মোদী জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় এক খুনের ঘটনায় পিন্টু অনেক দিন থেকেই পলাতক ছিল।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমাদের সাহায্য চেয়েছিল আমরা তাই পিন্টুকে ধরে র্যারাকপুর পুলিশের হাতে তুলে দিয়েছি।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box