নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : পালপাড়ায় এখন শুধু নিস্তব্ধতা।
মৃৎশিল্পীদের চলছে বিশ্রামের পালা।বাঙালীর সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজো ও তার সাথে বিভিন্ন
উৎসব সমাপ্তি ।এতদিন মৃৎশিল্পীরা এই সব ঠাকুর বানাতে ব্যাস্ত ছিলেন, সেই সময়ে সেই সব পালপাড়া গুলোতে ভিড় ছিল ঠাকুর বানানোর ,এখন সেই সব পালপাড়াতে শুধু নিস্তব্ধতা ।কাজ নেই শুধু অপেক্ষা অন্য ধরনের ঠাকুর বানানোর জন্য।আপাতত এখন বাড়িতে বাড়িতে যে সব কালিপুজো বা অন্য ধরনের পুজোর ছোট খাটো ঠাকুর সামান্য অডার নিয়েই কাজ করে যাচ্ছে।সামনেই কাত্যায়নী বা কাতিক পুজো থাকলেও সেই সব পুজো জলপাইগুড়ি তে হাতে গুনা।তাই এখন আপাতত এক প্রকার বিশ্রাম নেবার পালা বলেও মৃৎশিল্পী রা জানিয়েছেন।আগামী দু থেকে তিনমাস পর সরস্বতী পুজো।আর সেই পুজো না আসা পর্যন্ত এখন হাতের কাজে আপাতত কোন ব্যাস্ততা নেই।চলছে শুধু বিশ্রাম পালা ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box