Ad 728x90

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে সমাবেশ

বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে সমাবেশ


নিজস্ব সংবাদদাতা ,জলপাইগুড়ি :সিএএ , এনপিআর এবং এন আরসি বাতিলের দাবিতে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ ও সংবিধান রক্ষা করতে জীবন- জীবিকা, রুটি-রুজির লড়াইকে শক্তিশালী করতে  বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে সোমবার সমাবেশ অনুষ্ঠিত হল । স্থান রবীন্দ্রভবন। এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, নরেন চাট‍্যাজি,  মনোজ ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন  সুখ বিলাস বৰ্মা ,সলিল আচার্য, নির্মল ঘোষ দস্তিদার, জিয়াউল আলম, ছায়া রায় , আব্দুল সাত্তার, প্রদীপ গোস্বামি  সহ  নেতৃত্বরা ।
                                                                             



জনস্বার্থ জীবন ও পরিবেশ রক্ষা কমিটি জেলা শাসকের ডেপুটেশন

জনস্বার্থ জীবন ও পরিবেশ রক্ষা কমিটি জেলা শাসকের ডেপুটেশন


নিজস্ব সংবাদদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি জনস্বার্থ জীবন ও পরিবেশ রক্ষা কমিটি পক্ষ থেকে সোমবার জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন প্রদান করা হল। রক্ষা কমিটির দাবি অবিলম্বে মোহিতনগর অঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকার মাঝখানে সিমেন্ট ম‍্যানুফ‍্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রদত্ত সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট বসানোর পারমিশন  অবিলম্বে বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন পরিতোষ দাস, স্বদেশ ঘোষ, জীবন সরকার, নবেন্দু সরকার, প্রীতি দত্ত , পলাশ কর্মকার সহ অন্যান্যরা ।
                                                                              




রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ডি ওয়াই এফ আই ধুপগুড়িতে 17 তম সম্মেলন

ডি ওয়াই এফ আই ধুপগুড়িতে 17 তম সম্মেলন


নিজস্ব সংবাদদাতা ধূপগুড়ি ২ ফেব্রুয়ারী-- সব হাতে কাজ চাই বন্ধ বাগানের তালা খোলা চাই এন আর সি সি এ এ করে মানুষের বিভাজন বন্ধ করো এই আওয়াজ তুলে রবিবার সকালে ডুয়ার্সের চা বলয়ের বানার হাটে ডি ওয়াইএফআইয়ের ১৭ তম লোকাল সন্মেলন অনুষ্ঠিত হলো চা বাগানের আই৷  সি ডি এস সেন্টারে।সন্মেলন শুরুর আগে বিরাট মিছিল শহরের বিভিন্ন রাস্তা৷ পরিক্রমা করে। সঞ্জয় দাস ম্মমুকেশ রজক সভাপতি মন্ডলী হিসেবে সন্মেলন পরিচালনা করে।সংগঠনের জেলা সম্পাদক প্রদিপ দে সন্মেলন উদ্বোধন করে দেশ ওরাজ্যের যুব সমাজের বিপদেরনান্না দিক তুলে ধরেন।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য অজয় মাহালি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দীপশুভ্র সান্যাল  কৌশিক দাম প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ৮ জন প্রতিনিধি আলোচনায় অংশ৷  নিয়ে চা বাগানের যুবদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।সন্মেলন থেকে ঝন্টু মজুমদারকে সভাপতি অর্ধেন্দু রাহা কে সম্পাদক করে ১৭ জনের কমিটি গঠিত হয়।     আগামী ১২ ফেব্রুয়ারী উত্তর কন্যা অভিযান৷  কে সফল করা বানারহাট কে পৃথক ব্লক এবং প্রাথমিক সাস্থ্য কেন্দ্র কে গ্রামীণ হাসপাতালে উন্নীত করারদাবি নিয়ে তিনটি প্রস্তাব গৃহীত হয়।
                                           
2রা ফেব্রুয়ারী -বিশ্ব জলাভূমি দিবস পালন

2রা ফেব্রুয়ারী -বিশ্ব জলাভূমি দিবস পালন



নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: আজ 2রা ফেব্রুয়ারী -বিশ্ব জলাভূমি দিবস যথা যোগ্য মর্যাদা সহকারে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এই দিবস টি পালন করা হলো ।দুটো পর্যায়ে ভাগ করে একই সাথে জলপাইগুড়ি শহর এবং ভোটপট্টি তে অনুষ্ঠিত হলো সারাদিন ব্যাপি সুসজ্জিত ট্যাবলো সহকারে  ব্যাপক প্রচার অভিযান চালানো হলো . জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে জলাভূমি গুলো ধ্বংস করে চলছেন এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে জনমত গড়া এবং প্রতিবাদ করার লক্ষে আজকের এই দিবসটি পালন !বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করা হয়েছে । 'জলাভূমি সংরক্ষণ ও আমরা 'শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় নটিলাস হাউসে বক্তব্য রাখেন শুভময় খান কর্মকার, আশীষ ব্যানার্জি ,সুবীর সরকার, ডা গৌতম ঘোষ এবং ডঃ রাজা রাউত উপস্থিতি ছিলেন শহরের বহু নাগরিক বৃন্দ  এবং ছাত্র ছাত্রী শেষে ছাত্র ছাত্রীদের নিয়ে জলাভূমি নিয়ে একটা স্পট কুইজ অনুষ্ঠিত হয়
                                        
JYCC কবাডি খেলা

JYCC কবাডি খেলা



সংবাদদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি: জলপাইগুড়ি ইয়ং কালচারাল(jycc) ক্লাব এর 75 বছর উপলক্ষে দুই হাজার কুড়ি সালে তারা বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি রেখেছে ,তার মধ্যে লুপ্তপ্রায় কবাডি খেলা, এই খেলাটি তারা আজ অনুষ্ঠিত হলো(jycc)ময়দানে। জলপাইগুড়ি জেলার বেস্ট চারটি টিম এই খেলায় অংশগ্রহণ করছে, ময়নাগুড়ি, ধুপগুড়ি, সদর ইস্ট, সদর ওয়েস্ট ,এই চারটি টিমএর মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে  নিয়ে আরেকটা টিম তৈরি করে স্টেট লেভেল এ খেলানো হবে বলে জানান(jycc) ক্লাবের সেক্রেটারি অলোক সরকার।
                                              
ফেসটাপ ক্লাবের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফেসটাপ ক্লাবের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


 সংবাদদাতা ধীমান রায়, জলপাইগুড়ি:  অনুষ্ঠিত হলো শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাহাসপাতাল পাড়া ডিপুর ফেসটাপ ক্লাবের উদ্যোগে।তৃতীয় বর্ষে পদার্পণ করলো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।  শূন্য বিভাগ থেকে ক খ গ ঘ বিভাগ পর্যন্ত বাচ্চা দের এই খেলাটি অনুষ্ঠিত হয়। আলু কুরোনো দৌড়, চকলেট দৌড়, অঙ্ক কষা দৌড়, পা বেঁধে  দৌড়। এছাড়াও তাদের প্রতিবেশি মহিলা দের জন্য  চামুচ গুলি দৌড়, মিউজিক্যাল চেয়ার এবং পুরুষ দের জন্য চামুচ গুলি দৌড় ও একশো মিটার দৌড়।
                                             
                                          
সচেতনতামূলক ট‍্যাবলোর উদ্বোধন

সচেতনতামূলক ট‍্যাবলোর উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা: মহিলা ও শিশু পাচার কমাতে জলপাইগুড়ি জেলা সমাজকল্যাণ দপ্তর, পুলিস ও প্রশাসনের পক্ষ থেকে একটি সচেতনতামূলক ট‍্যাবলোর উদ্বোধন  করা হল রবিবার। বিশেষ করে গ্রামের মানুষদের সচেতন করার জন্য এই  ট‍্যাবলোর  আয়োজন করছেন জেলা পুলিস ও প্রশাসনের কর্তারা। শহরের রেসকোর্স‌পাড়ায় অবস্থিত মহিলা থানার সামনে থেকে এদিনের  ট‍্যাবলোর সূচনা হয় । এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিসের দপ্তর হয়ে কদমতলা সহ বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন বেবি উপাধ‍্যায়, মহিলা থানার ওসি উপাসনা গুরুং সহ অন‍্যান‍্যরা। মহিলা ও শিশুপাচার রোধ করার জন্য গ্রামবাসীদের কিভাবে সতর্ক থাকতে হবে তা নিয়েও সকলকে অবগত করেন পুলিস আধিকারিকরা। পথনিরাপত্তা ও বাল‍্য বিবাহের কুফল নিয়েও সচেতনতা মূলক প্রচার করেন তারা।