রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

সচেতনতামূলক ট‍্যাবলোর উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা: মহিলা ও শিশু পাচার কমাতে জলপাইগুড়ি জেলা সমাজকল্যাণ দপ্তর, পুলিস ও প্রশাসনের পক্ষ থেকে একটি সচেতনতামূলক ট‍্যাবলোর উদ্বোধন  করা হল রবিবার। বিশেষ করে গ্রামের মানুষদের সচেতন করার জন্য এই  ট‍্যাবলোর  আয়োজন করছেন জেলা পুলিস ও প্রশাসনের কর্তারা। শহরের রেসকোর্স‌পাড়ায় অবস্থিত মহিলা থানার সামনে থেকে এদিনের  ট‍্যাবলোর সূচনা হয় । এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিসের দপ্তর হয়ে কদমতলা সহ বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন বেবি উপাধ‍্যায়, মহিলা থানার ওসি উপাসনা গুরুং সহ অন‍্যান‍্যরা। মহিলা ও শিশুপাচার রোধ করার জন্য গ্রামবাসীদের কিভাবে সতর্ক থাকতে হবে তা নিয়েও সকলকে অবগত করেন পুলিস আধিকারিকরা। পথনিরাপত্তা ও বাল‍্য বিবাহের কুফল নিয়েও সচেতনতা মূলক প্রচার করেন তারা।
                                                

                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box