রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে এল আই সি অফিসে


নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হল রাজ্যের -র প্রতিটি এল আই সি   অফিসে। এলআইসি-র শেয়ার বিক্রির প্রস্তাবের বিরুদ্ধে কর্মচারী অফিসার ও এজেন্টরা ঐক্যবদ্ধ ভাবে আজ ছুটিরপর বিক্ষোভের মধ্যদিয়ে প্রতিবাদ করলেন। বিমার শেয়ার বিক্রির মধ্যে দিয়ে আসলে দেশের বিয়াল্লিশ কোটি বিমাকারীর বিমার টাকা বেসরকারী পুঁজির হাতে তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। ২০১৯-২০২০ অর্থবর্ষে ভারতীয় জীবন বীমা পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ করেছে । অর্থমন্ত্রীর হাতে দু হাজার ছয়শো দশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা তুলে দিয়েছে।এল আই সি একটা লাভ জনক এবং দেশের মানুষের কাছে একটা নির্ভরযোগ্য সংস্থা। এ বছর মোট নতুন  বিমার চুয়াত্তর শতাংশ নতুন বীমা এল আই সিতে মানুষ বিমা করেছে ।  আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসুচি ও মঙ্গলবার একঘন্টার কর্মবিরতি পালনের মধ্যদিয়ে আন্দোলন শুরু  হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box