নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: আজ 2রা ফেব্রুয়ারী -বিশ্ব জলাভূমি দিবস যথা যোগ্য মর্যাদা সহকারে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এই দিবস টি পালন করা হলো ।দুটো পর্যায়ে ভাগ করে একই সাথে জলপাইগুড়ি শহর এবং ভোটপট্টি তে অনুষ্ঠিত হলো সারাদিন ব্যাপি সুসজ্জিত ট্যাবলো সহকারে ব্যাপক প্রচার অভিযান চালানো হলো . জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে জলাভূমি গুলো ধ্বংস করে চলছেন এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে জনমত গড়া এবং প্রতিবাদ করার লক্ষে আজকের এই দিবসটি পালন !বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করা হয়েছে । 'জলাভূমি সংরক্ষণ ও আমরা 'শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় নটিলাস হাউসে বক্তব্য রাখেন শুভময় খান কর্মকার, আশীষ ব্যানার্জি ,সুবীর সরকার, ডা গৌতম ঘোষ এবং ডঃ রাজা রাউত উপস্থিতি ছিলেন শহরের বহু নাগরিক বৃন্দ এবং ছাত্র ছাত্রী শেষে ছাত্র ছাত্রীদের নিয়ে জলাভূমি নিয়ে একটা স্পট কুইজ অনুষ্ঠিত হয়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box