বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

সুনিতা বালা সদর বালিকা বিদ্যালয়ের সরস্বতী পূজা

SHARE

সংবাদদাতা : ধীমান রায় ; জলপাইগুড়ি :  সরস্বতীর বিশেষ অর্থ জোতিময়ী। কালক্রমে সরস্বতী হয়ে ওঠেন ভাষার দেবী । সরস্বতী হলেন বাংলার আদি বুদ্ধিজীবী কায়স্থ কুলের কুলদেবী । আজ বিদ‍্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই স্কুল , কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজো শুরু হল।  পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পূজা শুরু হয়। সুনীতিবালা সদর উচ্চ বালিকা  বিদ‍্যালয়ের ছাত্রীরা , শিক্ষিকারা  অঞ্জলির দিয়ে বিদ‍্যার দেবীর আরাধনায় মেতে উঠে ।
                                                 
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box