নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজের ডাকে জে এন ইউ কে রক্তাক্ত করা ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল । এদিনের মিছিলটি শহরের মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আক্রান্ত গণতন্ত্র । আক্রান্ত দেশের ছাত্র সমাজ । আক্রান্ত শিক্ষক অধ্যাপক । আক্রান্ত শিক্ষাঙ্গনের বিরুদ্ধে পথে নামলো জলপাইগুড়ি সাধারণ মানুষ । আন্দোলনকালীদের বক্তব্য দেশজুড়ে চলছে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্র সমাজ। এর পেছনে ভারতবর্ষের ক্ষমতার সর্বোচ্চে থাকা একটি অসভ্য বর্বর দল ও তাদের আশ্রিত দুষ্কৃতিরা। গোটা দেশ,বিদেশ শহর গ্রামের সাথে সাথে প্রতিবাদে পথ হাঁটলো রং, পতাকা রাজনীতি ভুলে জলপাইগুড়ি শহরের গনতন্ত্রকামী ধর্মনিরপেক্ষ নাগরিক সমাজ। পায়ে পা মিলিয়ে অসভ্যতা আর বর্বরতা করার বন্ধ করার দাবী জানান আন্দোলনকারীরা । উপস্থিত ছিলেন উমেশ শৰ্মা , রনজিৎ মিত্র, রূপন সরকার , অমিত ভট্টাচার্য, বাপ্পাদিত্য হোড়, কমল কৃষ্ণ ব্যানাজি , পার্থ সারথী চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box