নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :পঞ্চাশ তম বর্ষ পশ্চিমবঙ্গ সরকারী চালক ও কারীগরী কর্মচারী সমিতির তিনদিন ব্যাপী সাতাশ তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন বৃহস্পতিবার শুরু হল।স্থান জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়াম হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রাজ্য সম্মেলনের সূচনা করেন রাজ্য সভাপতি বানেশ্বর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তাপস সেন, তুলসি দাস ঘোষ , অখিল সরকার, অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা । দাবী গুলো চালক ও কারিগরী কর্মচারী টেকনিক্যাল স্বীকৃতি প্রদান, মৃত পোষ্যের পরিবারের একজনকে স্থায়ীপদে চাকরি, কেন্দ্রীয় হারে মহাঘ্যভাতা ও বকেয়া মহাঘ্যভাতা অবিলম্বে প্রদান, মেকানিক্যাল ও ইলেকট্রিশিয়ানদের বেতন বৈষম্য দূর করা সহ অন্যান্য দাবী নিয়ে সম্মেলনে আলোচনা সংগৃহিত হয়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box