মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

বৃন্দাবনের রাস উৎসব


নিজস্ব সংবাদাতা ,বৃন্দাবন: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর পঞ্চায়েতের বৃন্দাবন গ্রামের রাস উৎসব। সুন্দরবন লাগোয়া এই গ্রামে যেন বৃন্দাবনের এক টুকরো ছবি তুলে ধরেছে উদ্যোগতরা। বৃন্দাবন কমিটির সংগঠনের ছাত্র-ছাত্রী থেকে গ্রামের বিশিষ্টজনরা প্রায় দু'মাস ধরে অক্লান্ত পারিশ্রম করে রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছে কৃষ্ণের লীলার টুকরো-টুকরো মাটির ছবি। প্রায় 36 বছর ধরে এই বৃন্দাবন গ্রামে এই রাস উৎসব হয়ে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় করে এই বৃন্দাবন গ্রামে রাস উৎসব দেখতে। এই উপলক্ষে বসে মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিডিও দীপঙ্কর দাস ,পঞ্চায়েত সমিতির সভাপতি বিমল মন্ডল, বৃন্দাবন উৎসব কমিটির সম্পাদক দেবব্রত মন্ডল প্রমুখ।

তৃণমূল ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল জানান," বৃন্দাবনের এই রাস উৎসব যুগ যুগ ধরে চলে আসছে। প্রাচীন সংস্কৃতির পরম্পরা বজায় রেখে সব ধর্মের মানুষের সংগঠনের মধ্যে এই উৎসব খুব জনপ্রিয়।আর তারা বদ্ধপরিকর এটাকে বাঁচিয়ে রেখে সুন্দরবনের প্রাচীন কৃষ্টি-কালচার ধরে রাখার জন্য। অক্লান্ত পরিশ্রম করে এই রাস উৎসব পালন করে আসছেন তাঁরা ।সব ধর্মের সমন্বয় ঘটে এই রাস উৎসবকে কেন্দ্র করে ।একদিকে সুন্দরবনের সংস্কৃতি তুলে ধরা অন্যদিকে সম্প্রীতির বার্তা দেওয়া ।সব মিলিয়ে এই প্রাচীন রাস উৎসব যেন  এ রাজ্যের বৃন্দাবন । উত্তরাখণ্ডের বৃন্দাবনে রাস উৎসবকে ঘিরে যেমন উন্মাদনা ।তেমনিই দেখা যায় এই গ্রামে আসলে। শ্রীকৃষ্ণের বাল্য জীবন থেকে শুরু করে বার্ধক্য জীবনে তুলে ধরা হয়েছে মাটির পুতুল এর মধ্য দিয়ে।" উল্লেখ্য,
 এই গ্রামে পাতালে প্রাচীন কালি ঠাকুর রয়েছে ।যা বহু বছর ধরে যুগ যুগ ধরে পরিচিত। রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে এসে ভিড় করে দেখার জন্য ।এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ ।অন্যদিকে এই গ্রামের গর্ব বলে মনে করছে স্থানীয় গ্রামবাসীরা।
                                                                         


                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box