মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

সারাবাংলা বিজ্ঞান অভিযানের কর্মসূচী পালিত

 
নিজস্ব সংবাদাতা  জলপাইগুড়ি :সারাবাংলা বিজ্ঞান অভিযান কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার  শহরের সমাজপাড়ামোড়ে  পথসভা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সায়েন্স এন্ড নেচার ক্লাব জলপাইগুড়ি এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির যৌথ উদ্যোগে এদিনের পথসভা। সারাবাংলা বিজ্ঞান অভিযান শুরু হয়েছে 8ই নভেম্বর থেকে চলবে 14ই নভেম্বর পযর্ন্ত। 
পথসভা, ক‍্যুইজ  মানবতাবাদী  গান ও আলোচনার মধ্যে দিয়ে সারাবাংলা  বিজ্ঞান অভিযানের কর্মসূচী পালিত হয় । সারাবাংলা বিজ্ঞান অভিযানের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী অবিজ্ঞান- অপবিজ্ঞান- কুসংস্কার-অন্ধবিশ্বাস এবং ধৰ্মীয় উন্মাদনা প্রতিরোধ গড়া এবং কুসংস্কার বিরোধী আইন রাজ‍্য ও কেন্দ্রীয় স্তরে অবিলম্বে প্রণয়নের দাবিতেও জোরালো প্রতিরোধ গড়ে তোলা। এদিনের পথসভায় বক্তব্য রাখেন বরুন সাহা, কমলকৃষ্ণ ব‍্যানাজি, ডঃ রাজা রাউত, সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্যরা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box