বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

প্রশাসনের উদ্যেগে বাল্যবিবাহ বন্ধ হলো 

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার  নাবালক ছেলে মান্ডাদারি  কন্যাকে বিয়ে করার উদ্দেশ্যে পালিয়ে নিয়ে আসে তার বাড়িতে,, ঘটনা শুনামাত্রই স্থানীয় পঞ্চায়েত বিষয়টি জানালো হলে আইনি সহায়ক দীপেন বাবুকে, এরপর দীপেন বসুর সঙ্গে আরো তিনজন আইনি সহায়ক ঘটনাস্থলে যান এবং নাবালক ছেলের বাড়ির পরিবারকে বাল্যবিবাহ সম্পর্কে অবগত করা হয়, তারা বুঝলেও মেয়ের বাড়ির লোক অনুপস্থিত থাকায় প্রথমে বুঝতে চাননি,, তখন ডিসিপিও সাহেব সুদীপ ভদ্র  ঘটনাস্থলে আসেন এবং দুই পরিবার কে একসঙ্গে বসিয়ে তাদেরকে আইন সম্বন্ধে অবগত করেন , মেয়ের বাড়ির লোক সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে যাবেন, এবং গতকাল রাত মেয়ের পরিবার মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং এই দুই পরিবার অঙ্গীকার করে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তারা নিজেদের ছেলেমেয়েদের নিজেদের বাড়িতেই রাখবে এবং আইনত উপযুক্ত  বয়সেই বিয়ে দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box