নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়িঃঃ জলপাইগুড়ি জেলা হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শন করলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই জেলার স্বাস্থ্য কর্মিদের আলাদা ড্রেস কোট পরে জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন দফায় দফায় বৈঠক করারা পাশাপাশি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড কে প্রয়োজন অনুসারে সাফাই করার পাশাপাশি স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের ড্রেস কোট পরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের প্রবেশের রাস্তায় দুই পাশে ফুটপাতে দোকান গুলি সরিয়ে সৌন্দার্যায়ন করার সাথে সাথে সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে পৃথক পার্কিং জোন তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
এই পরিদর্শন টিমের সদস্যরা হাসপাতালের মেডিসিন, সার্জারী, গাইনি, চাইল্ড থেকে শুরু করে স্টোর এমনকি মর্গ, পরিস্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করে দেখেন।এদিন জলপাইগুড়ি জেলা হাসপাতালে সকল স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা ড্রেস কোট পরতে দেখা যায়।তিন সদস্যের দলে ছিলেন ডাঃ সরোজ বালা, ডাঃ অনুপমা শর্মা এবং ডাঃ বিঞ্জেং মারাৎ। জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জগন্নাথ সরকার বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের টিম আজ আমাদের জেলা হাসপাতালে পরিদর্শনে আসেন। সুশ্রী কায়াকল্প প্রকল্পে রাজ্যের প্রথম হওয়ার পরে, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড পরীক্ষায় বসার জন্য স্বাস্থ্য ভবন মারফৎ কেন্দ্রের কাছে আবেদন পাঠিয়ে ছিল জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই জলপাইগুড়িতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে তিন সদস্যের দল জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো সহ চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে আসেন।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box