নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : জলপাইগুড়ি জিলা ক্রেতা সুরক্ষা সমিতির 22তম বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হোল ভাটিয়া বিল্ডিং স্টেশন রোড় সংলগ্ন চলন্তিকা পাঠাগারে।এদিনের সভায় মূলত ক্রেতা সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় । জলপাইগুড়ি জিলা ক্রেতা সুরক্ষা সমিতির যুগ্ম সম্পাদক তপন কুমার চক্রবর্তী বলেন যে ক্রেতাদের অবশ্যই যেকোনো ক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো সংগ্রহ করা উচিৎ। পরিমাপ সম্পর্কে সন্তুষ্ট হওয়া উচিত । ডোমাস্টিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে 14কেজি 200 গ্রাম গ্যাস বুঝে নেওয়া দরকার। এছাড়াও বেসরকারি বাস গুলোতে টিকিট দেওয়া হয় না বাসের যাত্রীদের । এই বিষয় সহ অন্যান্য বহু বিষয়ে এদিনের বার্ষিক সভায় আলোচনা হয়। উপস্থিত ছিলেন সভাপতি পূজন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক অখিল বন্ধু সরকার ও তপন কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ মলয় চক্রবর্তী সহ জলপাইগুড়ি জিলা ক্রেতা সুরক্ষা সমিতির অন্যান্যরা।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box