সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি :সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি ওয়েলফেয়ার প্রতিবন্ধী দিবস পালন করলো ,সকাল থেকে নানান অনুষ্ঠানের করে । শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।আজ গোটা শহর তাদের নিয়ে একটি মিছিল বের করা হয় .এই মিছিলে আরো বিভিন্ন সংগঠন এর মানুষ সামিল হন আর তাদের কিছু দাবি তারা তুলে ধরে তারসাথে প্রতিবন্ধীরা সারা দিন ধরে নানান অনুষ্ঠান করে।
প্রতিবন্ধী দিবস
সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি :সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি ওয়েলফেয়ার প্রতিবন্ধী দিবস পালন করলো ,সকাল থেকে নানান অনুষ্ঠানের করে । শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।আজ গোটা শহর তাদের নিয়ে একটি মিছিল বের করা হয় .এই মিছিলে আরো বিভিন্ন সংগঠন এর মানুষ সামিল হন আর তাদের কিছু দাবি তারা তুলে ধরে তারসাথে প্রতিবন্ধীরা সারা দিন ধরে নানান অনুষ্ঠান করে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box