বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

ষাট কেজি ওজনের ঘন্টা

SHARE


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সেন্ড মাইকেল এন্ড angle চাচেএখানে পুরনো ইংরেজদের বিভিন্ন ধরনের জিনিস থাকলেও সবচেয়ে বেশি পুরনো একটি ষাট কেজি ওজনের ঘন্টা এখন পযন্তঅক্ষত অবস্থায় আছে।যার মধুর শব্দ কোথায় গেলেও শুনতে পাওয়া যায় না।ইংরেজরা প্রথমএই ঘন্টা টি এখানে এনেছিলেন।
                                                                             


1955সাল থেকে বুধন সা এই ঘন্টার দায়িত্বে আছেন।যখন তার কুড়ি বছর তখন থেকে এই ঘন্টা তিনি বাজিয়ে আসছেন।এখন তার বয়স 83।বয়সের ভার বুধন সা কে হার মানাতে পারেনি।আনন্দ দুঃখ,অনুষ্ঠান সব সময়েই তিনি বাজিয়ে যান ষাট কেজি ওজনের এই ঘন্টা টি।প্রথম অবস্থায় যা ছিল এখন ও সেই ধরনের শব্দ ও ঘন্টার রুপ একী আছে বলে বূধন সা আমাদের বলেছেন।চাচের মাথায় ঘন্টা থাকলেও এর দেখা শোনা পুরো বিষয়টি বুধন বাবু দেখেন।
                                                                                  





SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box