জলপাইগুড়ি :গণতন্ত্রের চতুর্থস্তম্ভে আঘাত এর প্রতিবাদে সরব গোটা উত্তর বঙ। মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে উত্তর কন্যায় বিভিন্ন জেলার সাংবাদিকদের বিক্ষোভ।অবিলম্বে তৃণমূল নেতার গুনডাগিরি বন্ধ করতে হবে।সম্পতি পাটকাটা অঞ্চলের একটি বাড়িতে সালিসী সভার খবর সংগ্রহ করতে গেলে জলপাইগুড়ি জেলার বেশকিছু সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা কৃঞ দাসের দারা।এই নেতা সেই খবর করতে বাধা দেয় ও তার লোকজন সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেন।এই ঘটনায় উত্তর বঙের বিভিন্ন জেলার সাংবাদিক রা সরকারের উচ্চ পদস্থ আধিকারিক দের বিষয়টি অবগত করতে গেলেও।কোন পদক্ষেপ নিতে পারেননি সেই সব আধিকারিক রা সহ পুলিশ প্রশাসন।তাই বাধ্য হয়ে উত্তর কন্যা মারফত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন উত্তর বঙের সমস্ত সাংবাদিক রা।এই দিন উত্তর বঙ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের সারকটি নেন।সাংবাদিকদের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।
মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে উত্তর কন্যায় বিভিন্ন জেলার সাংবাদিক
জলপাইগুড়ি :গণতন্ত্রের চতুর্থস্তম্ভে আঘাত এর প্রতিবাদে সরব গোটা উত্তর বঙ। মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে উত্তর কন্যায় বিভিন্ন জেলার সাংবাদিকদের বিক্ষোভ।অবিলম্বে তৃণমূল নেতার গুনডাগিরি বন্ধ করতে হবে।সম্পতি পাটকাটা অঞ্চলের একটি বাড়িতে সালিসী সভার খবর সংগ্রহ করতে গেলে জলপাইগুড়ি জেলার বেশকিছু সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা কৃঞ দাসের দারা।এই নেতা সেই খবর করতে বাধা দেয় ও তার লোকজন সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেন।এই ঘটনায় উত্তর বঙের বিভিন্ন জেলার সাংবাদিক রা সরকারের উচ্চ পদস্থ আধিকারিক দের বিষয়টি অবগত করতে গেলেও।কোন পদক্ষেপ নিতে পারেননি সেই সব আধিকারিক রা সহ পুলিশ প্রশাসন।তাই বাধ্য হয়ে উত্তর কন্যা মারফত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন উত্তর বঙের সমস্ত সাংবাদিক রা।এই দিন উত্তর বঙ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের সারকটি নেন।সাংবাদিকদের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box